Preparation meeting


আগামী ২৬ জানুয়ারি শুক্রবার আমরা AGM (বাৎসরিক সাধারণ সভা) করতে যাচ্ছি। স্থান আইটি পার্ক যশোর। প্রতি সদস্যের ৩০০ টাকা মিটিং ফি ধার্য করা হয়েছে। আগামী ১৫ জানুয়ারির মধ্যে ১০০% সদস্যদের মিটিং ফি বাবদ ৩০০ টাকা দিতে বাধ্য থাকিবে। এবং সকল সদস্যদের ১০০% উপস্থিত থাকা একান্ত কাম্য।

Scroll to Top