আগামী ২৬ জানুয়ারি শুক্রবার আমরা AGM (বাৎসরিক সাধারণ সভা) করতে যাচ্ছি। স্থান আইটি পার্ক যশোর। প্রতি সদস্যের ৩০০ টাকা মিটিং ফি ধার্য করা হয়েছে। আগামী ১৫ জানুয়ারির মধ্যে ১০০% সদস্যদের মিটিং ফি বাবদ ৩০০ টাকা দিতে বাধ্য থাকিবে। এবং সকল সদস্যদের ১০০% উপস্থিত থাকা একান্ত কাম্য।

